Monday, January 16, 2012

পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত

নেদারল্যান্ডসের আদালত সেদেশে দুটি আইএসপিকে ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুইডেনের এই ওয়েবসাইট বিনামুল্যে সফটঅয়্যার, গেম, ভিডিও, মিউজিক ইত্যাদি সরবরাহের জন্য বিশ্বখ্যাত। ২০১০ সালে সুইডেনের সরকার তাদের ৩ জনকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।
আদালতের নির্দিশে বলা হয়েছে তাদেরকে ১০ দিনের মধ্যে সাইটটি ব্যবহারে বাধা দিতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
এর আগে কপিরাইট আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। অবৈধ ফাইল আপলোড বা ডাউনলোড বন্ধ করা যায়নি। পাইরেট বে কোন ফাইল তাদের কম্পিউটারে রাখে না। লক্ষ লক্ষ ব্যবহারকারীর কম্পিউটারে থাকে এবং সেখান থেকেই একজনের ফাইল আরেকজন পায়। বিটটরেন্ট এর এই পদ্ধতির কারনে তাদের কাজে বাধা দেয়া যায় না।
সুইডেনের একটি আদালতও একটি আইএসপি বিপক্ষে একই ধরনের নির্দেশ দিয়েছে। অবশ্য এসব কারনে পাইরেট বে বন্ধ হচ্ছে একথা বলার সময় এখনো হয়নি।

A

No comments:

Post a Comment

Share