NOV11, 2010
By sazzad
নিয়মিত আপডেট করেন এমন সব ফাইল C:\ ড্রাইভে রাখবেন না।l
সব সময় গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখুন। এতে একটি ফাইল হারিয়ে গেলেও অন্যটি পেতে সুবিধা হবে।l
আপনার তথ্যের পরিমাণ বেশি হলে সিডি/ডিভিডিতে রাখতে পারেন। এ ছাড়া বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভে গুরুত্বপূর্ণ তথ্য রাখুন।l
ইন্টারনেটে ব্যাকআপ হিসেবে ই-মেইল বক্স ব্যবহার করতে পারেন। আপনারl প্রয়োজনীয় ফাইল এবং তথ্য ই-মেইলে সংরক্ষণ করে রাখলে নিরাপদ থাকবে।
নিজের কম্পিউটার ছাড়া ‘গোপন নম্বর (পাসওয়ার্ড) মনে রাখুন’ এ জাতীয় অপশন ওকে করবেন না। ভুলে করে ফেললে মুছে ফেলুন সঙ্গে সঙ্গেই।l
একই পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার করা উচিত নয়। একই পাসওয়ার্ড দিয়ে মেইল/ব্লগ/ফোরাম/ডাউনলোড সাইট ইত্যাদিতে নিবন্ধন করবেন না।l
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে এটি একটি বড় কারণ।
একাধিক গোপান নম্বর মনে রাখতে সমস্যা হলে তা একটি ই-মেইল হিসেবে আপনার গোপন ই-মেইল বক্সে রাখুন।
নিজের কম্পিউটার ছাড়া সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার থেকে খুব গুরুত্বপূর্ণ গোপন নম্বরগুলো ব্যবহার না করাই ভালো।l
আর যদি করতেই হয়, তাহলে নিজের কম্পিউটারে গিয়ে গোপন নম্বর পরিবর্তন করে ফেলুন।
নিজের কম্পিউটার ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্টে লগইনের পর অবশ্যই মনে করেl লগঅফ করুন। এটি অনেকেই ভুলে যান, এতে অনলাইন-নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্ট হতে পারে।
ই-মেইল বক্সে অটো ফরোয়ার্ড করার কিছু অপশন থাকে। মাঝেমধ্যে সেগুলো চেকl করে দেখুন, আপনার ই-মেইল বক্স থেকে অজানা কোনো ই-মেইল ঠিকানায় মেইল ফরোয়ার্ড হচ্ছে কি না।
প্রেরকে (From) ঘরে আপনার পরিচিত কোনো মেইল অ্যাড্রেস থাকা মানেই সেইl ব্যক্তি আপনাকে মেইল করেছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। আরেকজনের মেইল আইডি From-এর ঘরে বসানো যায়। তাই সাবধান থাকুন।
ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করুন।l
No comments:
Post a Comment