Monday, January 16, 2012

আমেরিকার এক-তৃতিয়াংশ যুদ্ধবিমান চালকবিহীন


চালকবিহীন ড্রোন বিমানগুলি সামরিক বাহিনীর সাথে একটাই সম্পর্কযুক্ত যে দ্রুতহারে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমেরিকার মোট যুদ্ধবিমানের ৩০ শতাংশই চালকবিহীন। সংখ্যার হিসেবে ৭ হাজারের বেশি।
নতুন এক কংগ্রেস রিপোর্ট বলা হয়েছে বর্তমানে ড্রোন বিমানের সংখ্যা ৭,৪৯৪ টি, অন্যদিকে সাধারন বিমানের সংখ্যা ১০,৭৬৭ টি। মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে ৫,৩৪৬টি। এদের মধ্যে রয়েছে ৪ পাউন্ড ওজনের র‌্যাভেন থেকে শুরু করে বড় আকারের সিবলিং, প্রিডেটর, রিপার ইত্যাদি।
রিপোর্টে আরো বলা হয়েছে ড্রোনের দুর্ঘটনার হারও কমেছে। ২০০৫ সালের ১ লক্ষে ২০ থেকে বর্তমানে ৭.৫। অবশ্য ভাইরাসের আক্রমনের শিকারের ঘটনা ঘটেছে এই সময়ে। যেমন কিছুদিন আগে ইরানে একটি ড্রোন নামানো হয়েছিল হ্যাক করে।

No comments:

Post a Comment

Share