Wednesday, November 24, 2010

ব্রডব্যান্ডের পরাজয় কবুতরের কাছে!




ব্রডব্যান্ডের পরাজয় কবুতরের কাছে! চমৎকার এই খবরটি ছাপা হয়েছে প্রথম আলোতে।
পাঁচ মিনিটের ভিডিওচিত্রসংবলিত একটি মেমোরি কার্ড কবুতরের পায়ে বেঁধে দেওয়া হয়। ররি নামের কবুতরটি পূর্ব ইয়র্কশায়ারের বেভারলি থেকে ্যাংগেলে রওনা হয়। একই সময়ে ভিডিওচিত্রটি কম্পিউটারে আপলোড করা শুরু হয়। কবুতরটির ্যাংগেলে পৌঁছাতে সময় লাগে ৮০ মিনিট। অথচ তখনো ভিডিওচিত্রটির আপলোড-প্রক্রিয়া চলছিল। প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তারা স্থানীয় ব্রডব্যান্ডের সমস্যা তুলে ধরতেই প্রতিযোগিতার আয়োজন করেছেন।

ভাবছি এই ভিডিওচিত্রসংবলিত মেমোরি কার্ডটি কবুতরের পায়ে না বেঁধে যদি গরুর গাড়ীতে পাঠান হত আর ভিডিওটি যদি বাংলাদেশ থেকে আপলোড করে তা আবার দেখার চেষ্টা করা হত তাহলে বাফারিং শেষ হবার আগেই সম্ভবত আমাদের গরুদ্বয় ফিরতি উত্তর নিয়ে পৌছেঁ যেত। মনে পড়ছে বহুল প্রচারিত একটি বিঞ্জাপন দেখে এক বন্ধুবর প্রশ্ন করেছিলেন। "আলো আসবে কিন্তু আন্ধকার দুর হবেতো?"

গৃহীত prothom-alo

No comments:

Post a Comment

Share