Tuesday, January 17, 2012

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি in bangladesh

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি মানেই ব্যান্ডউইথ।একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটা দেশ তথ্যপ্রযক্তিতে কতটুকু ডেভলপ করেছে তা জানতে আর কোন ডাটা দরকার নেই, শুধু ঐ দেশের ব্যান্ডউইথ ইউজ ও জনসংখ্যা রেশিও দিয়েই ফুল জানা যাবে।যার মানে বর্তমান তথ্যপ্রযুক্তির অর্থনীতি- রাজনীতির এই বিশ্বে অর্থনীতি ও উন্নয়নের প্রথম ইন্ডিকেটর হচ্ছে দেশটির পারক্যাপটা ব্যন্ডউইথ কত ? তো চলুন তথ্যপ্রযুক্তিতে সর্বদা সবার পিছে পশ্চাদপদ বাংলাদেশ যে ২০০৬ সালে প্রথম সাবমেরিন ক্যবলে সংযুক্ত হয়ে তার অতীতের ক্ষতি কাটিয়ে না উঠে কি করছে ? যেখানে এর একমাত্র নীতিমালা হওয়া উচিত, কিভাবো আরও বেশি ব্যন্ডউইথ ব্যবহার করা যায়, সেই বাংলাদেশে ব্যান্ডউইথ নিয়ে কি করছে ? আজকাল মার্কেটে ১ জিবি কন্টেন্টের ভ্যাট সহ প্রায় ৪০০/- টাকায় বিক্রি হয় -গ্রামীনফোন

Monday, January 16, 2012

16 megapixel,,optical zoom camera সহ কোডাক এন্ড্রয়েড ফোন


ক্যামেরা নির্মাতা হিসেবেই কোডাক পরিচিত, স্মার্টফোন নির্মাতা হিসেবে না। বর্তমানে যখন ক্যামেরার থেকে স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন ? তারা এনেছে এন্ড্রয়েড স্মার্টফোন যেখানে ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল জুম সবই রয়েছে। কোডাক পোলারয়েড এসসি১৬৩০ এড্রয়েড এইচডি নামের এই স্মার্টফোন-ক্যামেরার দামও বেশ কম, ২৯৯ ডলার।
এটা দেখে প্রথমে ক্যামেরা বলেই মনে হবে। ১৬ মেগাপিক্সেল স্মার্টফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৩এক্স অপটিক্যাল জুম লেন্সের এপারচার এফ/৩.১ – এফ/৫.৬, আইএসও সর্বোচ্চ ৩২০০ এবং সাটার স্পিড সর্বোচ্চ ১/১৪০০। এরসাথে জিনন ফ্লাশ রয়েছে।
স্মার্টফোন হিসেবে রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম এবং ট্রাই ব্যান্ড থ্রিজি কানেকটিভিটি। এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.২ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। এর ব্যাটারী ১০২০ মিলিএস্পিয়ারআওয়ার। মেকানিক্যাল জুম এবং ফ্লাশ ব্যবহারের উপযোগি।

পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত

নেদারল্যান্ডসের আদালত সেদেশে দুটি আইএসপিকে ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুইডেনের এই ওয়েবসাইট বিনামুল্যে সফটঅয়্যার, গেম, ভিডিও, মিউজিক ইত্যাদি সরবরাহের জন্য বিশ্বখ্যাত। ২০১০ সালে সুইডেনের সরকার তাদের ৩ জনকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।
আদালতের নির্দিশে বলা হয়েছে তাদেরকে ১০ দিনের মধ্যে সাইটটি ব্যবহারে বাধা দিতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
এর আগে কপিরাইট আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। অবৈধ ফাইল আপলোড বা ডাউনলোড বন্ধ করা যায়নি। পাইরেট বে কোন ফাইল তাদের কম্পিউটারে রাখে না। লক্ষ লক্ষ ব্যবহারকারীর কম্পিউটারে থাকে এবং সেখান থেকেই একজনের ফাইল আরেকজন পায়। বিটটরেন্ট এর এই পদ্ধতির কারনে তাদের কাজে বাধা দেয়া যায় না।
সুইডেনের একটি আদালতও একটি আইএসপি বিপক্ষে একই ধরনের নির্দেশ দিয়েছে। অবশ্য এসব কারনে পাইরেট বে বন্ধ হচ্ছে একথা বলার সময় এখনো হয়নি।

A

আমেরিকার এক-তৃতিয়াংশ যুদ্ধবিমান চালকবিহীন


চালকবিহীন ড্রোন বিমানগুলি সামরিক বাহিনীর সাথে একটাই সম্পর্কযুক্ত যে দ্রুতহারে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমেরিকার মোট যুদ্ধবিমানের ৩০ শতাংশই চালকবিহীন। সংখ্যার হিসেবে ৭ হাজারের বেশি।
নতুন এক কংগ্রেস রিপোর্ট বলা হয়েছে বর্তমানে ড্রোন বিমানের সংখ্যা ৭,৪৯৪ টি, অন্যদিকে সাধারন বিমানের সংখ্যা ১০,৭৬৭ টি। মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে ৫,৩৪৬টি। এদের মধ্যে রয়েছে ৪ পাউন্ড ওজনের র‌্যাভেন থেকে শুরু করে বড় আকারের সিবলিং, প্রিডেটর, রিপার ইত্যাদি।
রিপোর্টে আরো বলা হয়েছে ড্রোনের দুর্ঘটনার হারও কমেছে। ২০০৫ সালের ১ লক্ষে ২০ থেকে বর্তমানে ৭.৫। অবশ্য ভাইরাসের আক্রমনের শিকারের ঘটনা ঘটেছে এই সময়ে। যেমন কিছুদিন আগে ইরানে একটি ড্রোন নামানো হয়েছিল হ্যাক করে।

Samsung বাডা এবং linux একসাথে করছে

 
স্যামসাং এর নিজস্ব মোবাইল অপারেটিং সিষ্টেম বাডা। ২০১০ সালে বাজারে আসা এই অপারেটিং সিষ্টেম মুলত তাদের কমদামি টাচস্ক্রিন ফোনে ব্যবহার করে। অন্যদিকে সম্প্রতি ইন্টেল এর সাথে যৌথভাবে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম টাইজেন তৈরী করেছে তারা। এই দুটিকে একসাথে করছে তারা।
স্যামসাং এর এন্ড্রয়েড এবং উইন্ডোজ দুই অপারেটিং সিষ্টেমের ডিভাইস আছে। তারসাথে নতুন কিছু করে বাজারে আরো আধিপত্য বিস্তার করা খুবই সম্ভব। তারা জানিয়েছে এবছরই এক বা একাধিক টাইজেন অপারেটিং সিষ্টেমের ফোন বাজারে আনবে।

Share