এরকম সমস্যায় কেউ পড়েছেন কিনা জানিনা তবে আমি পড়েছিলাম।একবার বাসা হতে Word 2007 এর ডকুমেন্ট সম্পন্ন করে যখন তা প্রিন্ট করার জন্য দোকানে গেলাম দেখলাম যে আমার Word 2007 এর ডকুমেন্ট ফাইলটা ওপেন হচ্ছে না।কারন দোকানদারের কম্পিউটারে সে মান্দতা আমলের word 2003 ইনস্টল করা।যাই হোক পড়ে তা ওপেন করতে পেরেছিলাম।word 2007 তার প্রিভিয়াস ভার্সনে ওপেন করতে অনেকে অনেক রকম কনর্ভাটার সফটওয়্যার ব্যবহার করে।কিন্তু ছোট একটা টিপসের মাধ্যম word 2007 কে word 2003 বা তার প্রিভিয়াস ভার্সনে খুব সহজেই ওপেন করা যায় কোন রকম সফটওয়্যারের ব্যবহার ছাড়া।আসুন দেখি কিভাবে কাজটি করা যায়:
(১)প্রথমে Microsoft Word 2007 ডকুমেন্টটি ওপেন করুন।
(২)এরপর office বাটনে ক্লিক করুন তারপরে ওয়ার্ড এর option বাটনে ক্লিক করুন(on the right bottom of menu)
(৩)এরপরে save এ ক্লিক করুন ।সেভ করার সময় ফাইল ফরমেটটাকে এভাবে পরিবর্তন করুন word 97-2003 document
সিলেক্ট করে দিয়ে ok তে ক্লিক করে save করুন।
আশাকরছি এবার আপনি খুব সহজেই Microsoft Word 2007 কে Microsoft Word 2003 তে ওপেন করতে পারবেন।এভাবে আপনি excel 2007 এবং powerpoint 2007 কেও ওপেন করতে পারবেন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
(১)প্রথমে Microsoft Word 2007 ডকুমেন্টটি ওপেন করুন।
(২)এরপর office বাটনে ক্লিক করুন তারপরে ওয়ার্ড এর option বাটনে ক্লিক করুন(on the right bottom of menu)
(৩)এরপরে save এ ক্লিক করুন ।সেভ করার সময় ফাইল ফরমেটটাকে এভাবে পরিবর্তন করুন word 97-2003 document
সিলেক্ট করে দিয়ে ok তে ক্লিক করে save করুন।
আশাকরছি এবার আপনি খুব সহজেই Microsoft Word 2007 কে Microsoft Word 2003 তে ওপেন করতে পারবেন।এভাবে আপনি excel 2007 এবং powerpoint 2007 কেও ওপেন করতে পারবেন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
No comments:
Post a Comment