Monday, November 22, 2010

Disable করে দিন Windows Media Player এর File history

Windows Media Player টা যেহেতু উইন্ডোজের সাথে বাই-ডিফল্ট থাকে। স্বভাবতই তাই মানুষ এটা বেশি ব্যবহার করে। এর একটা ছোঠ সুবিধা/অসুবিধা আছে। তা হল আপনি কোন মিডিয়া ফাইল এতে প্লে করলে তার হিস্টোরী থেকে যায়। এর ফলে অনেক সময় ইউজারের গোপনীয়তা লংঘিত হয়। আপনি চাইলে খুব সহজেই এটা বন্ধ কররতে পারেন। প্রথমে Windows Media Player চালু করুন। তারপর Tools -> Options -> Privacy -> History -> Clear History তে ক্লিক করুন। এবার Apply -> Ok ক্লিক করুন। এবং Save File and URL history in the player এর বাঁ দিকের টিক মার্ক তুলে দিয়ে Apply -> Ok ক্লিক করুন। File history সম্পূর্ন Disable হয়ে যাবে।

No comments:

Post a Comment

Share