Monday, March 2, 2015

পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ১০ টি মুভি! [world big budget Movie]

avengers

১০ নাম্বারে রয়েছে Marvel এর সুপারহিরো মুভি  The Avengers. এই মুভির বাজেট হচ্ছে ২২০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় মুভির বাজেট হচ্ছে ১৭১৩ কোটি টাকা।

 ______________________________________________________________________


5

নাম্বারে মোট ৫টি মুভি রয়েছে! মুভিগুলো হচ্ছে ১. The Chronicles of Narnia: Prince Caspian, ২. The Lone Ranger, ৩. Pirates of the Caribbean: Dead Man’s Chest, ৪. Man of Steel, ৫. The Hobbit: The Desolation of Smaug. এই ৫টি মুভির প্রত্যেকটার বাজেট হচ্ছে ২২৫ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতিটা

Monday, December 15, 2014

বাংলার ইতিহাসের দুষ্প্রাপ্য কিছু ছবি

 ১৮৭০ – ঢাকার বিখ্যাত বাইজী নয়াবিন বাই ও তার দল।


১৮৬০ – তৎকালীন বাঙালি হিজড়া সম্প্রদায়ের মানুষ। তারা নাচ ও গানে পারদর্শী ছিলেন।


১৮৬০ – খেমটাওয়ালী (এক ধরনের আদি-রসাত্মক নাচ, তখনকার বাঙালি উচ্চবিত্তদের বিনোদন ) ও

Wednesday, October 10, 2012

১৯৭৯সালের ২০ নভেম্বেরঃ কি ঘটেছিল সেদিন মক্কা শরীফে


পবিত্র হারাম শরীফের উপর ধোয়ার কুন্ডলী।

অন্যদের জন্য বাকি সব দিনের মত একটি সাধারন দিন হলেও ১৯৭৯ সালের ২০ নভেম্বর মুসলমানদের জন্য একটি ইতিহাস, অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। দিনটি ছিল ১৪০০ হিজরীর মহররম মাসের প্রথম দিন। প্রায় পঞ্চাশ হাজার মুসল্লির অংশগ্রহনে মুহাম্মাদ ইবনে সুবাইইল এর ঈমামতিতে পবিত্র হারাম শরীফে ফজরের নামাজ শেষ হয়েছে। অব্যবহিত পরেই হারাম শরীফের আকাশে বেশ কয়েকটি গুলির শব্দে উপস্থিত মুসল্লিবৃন্দ স্তম্ভিত। সামনের কাতারে কয়েকজন লোকের মধ্যে কিছুটা হৈ চৈ। তাদের মধ্যে থেকে হঠাৎ একজন লোক উঠে এসে ঈমাম মুহাম্মাদ ইবনে সুবাইইল এর কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিল এবং একের পর এক বলতে শুরু করল সৌদী সরকারের দুর্নীতির নানা দিক। লোকটি রাসূল (স) এর ঈমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদীস উল্লেখ করে বলল, যখন সারাবিশ্ব অন্যায় এবং পাপ কর্মে পরিপূর্ণ হয়ে যাবে, তখন ঈমাম মাহদীর আগমন ঘটবে। লোকটি আরও ঘোষনা করল, এটাই সেই সময় যখন ঈমাম মাহদীর আগমনের ব্যাপারে রাসূল (স) ভবিষ্যৎবানী করেছিলেন। আর ঈমাম মাহদী আমাদের মাঝেই বর্তমান রয়েছে। অজ্ঞাত লোকটি ছিল জুহাইমান আল ওতাইবি।

GERMANY র ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়।( পড়াশোনা বা কাজের সন্ধানে যেতে চাইছেন তাঁদের জন্য)

বর্তমান বিশ্বে যে কয়টি দেশ উন্নতির শিখরে অবস্থান করছে তার মধ্যে জার্মানী অন্যতম। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে জার্মান জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ কারনে সারা বিশ্বের অসংখ্য মানুষ উন্নত জীবনের লক্ষ্যে আজ জার্মানীতে পাড়ি জমাচ্ছে। এদের মধ্যে কিছু সংখ্যক মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য যাচ্ছে, কিছু সংখ্যক যাচ্ছে পড়াশুনা অথবা ব্যবসায়িক কাজে আর কিছু সংখ্যক মানুষ যাচ্ছে কেবলমাত্র প্রযুক্তির শিখরে অবস্থানকারী দেশটিকে ঘুরে দেখতে। প্রতি বছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লোক জার্মানীর ভিসার জন্য আবেদন করে থাকেন।

ভিসার আবেদন প্রক্রিয়া

  • জার্মানীতে যেতে আগ্রহী ব্যক্তিকে তার নিজ দেশের জার্মান অ্যাম্বেসীতে ভিসার আবেদন করতে হয়। বাংলাদেশের নাগরিকগণ ঢাকাস্থ জার্মান অ্যাম্বেসীতে ভিসার জন্য আবেদন করবেন। ভিসার আবেদনপত্র দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
  • দূতাবাস কর্তৃপক্ষ ভিসার ক্যাটাগরি অনুযায়ী তা যাচাই বাছাই করার জন্য সে দেশের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। যেমন, আপনি যদি “Residence Permit” এর জন্য আবেদন করেন তাহলে দূতাবাস কর্তৃপক্ষ আপনার আবেদন ফরমসেদেশের ইমিগ্রেশন দপ্তরে (the Auslaenderbehoerde) পাঠিয়ে দেবেন। ইমিগ্রেশন দপ্তর, স্থানীয় কর্মসংস্থান দপ্তরের (the Arbeitsamt)সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করবেন।

Monday, June 11, 2012

আর্টিকেল পড়ে আয় করুন।।


পতিটি আর্টিকেল পরে আপনি ০.৫ থেকে ০.১৫ ডলার পাবেন.প্রতিটি আর্টিকেল পড়তে আপনাকে ৩০ সেকেন্ট সময় লাগবে.বাস্তব ক্ষেত্রে ১৫ টা আর্টিকেল পড়তে আপনাকে ৭ থেকে ৮ মিনিট সময় লাগবে.প্রতিদিন ১৫ টা করে আর্টিকেল পড়লে আপনি প্রতিদিন ১.১৫ ডলার থেকে ১.৩১ ডলার পাবেন যা আপনি পেপাল এর মাধ্যমে উঠাতে পারবেন.

readbud - get paid to read and rate articles


Computer prize list in Bangladesh (2012)

প্রসেসর এর দাম
BrandCategory/DescriptionPrize
IntelPentium 4 2.6 Ghz pin500
IntelCeleron 2.66 Ghz pinless500



IntelDual Core 3.00 Ghz6000
IntelCore 2 Duao 2.8 Ghz8100
IntelCore 2 Duao 2.93 Ghz8350

Tuesday, January 17, 2012

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি in bangladesh

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি মানেই ব্যান্ডউইথ।একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটা দেশ তথ্যপ্রযক্তিতে কতটুকু ডেভলপ করেছে তা জানতে আর কোন ডাটা দরকার নেই, শুধু ঐ দেশের ব্যান্ডউইথ ইউজ ও জনসংখ্যা রেশিও দিয়েই ফুল জানা যাবে।যার মানে বর্তমান তথ্যপ্রযুক্তির অর্থনীতি- রাজনীতির এই বিশ্বে অর্থনীতি ও উন্নয়নের প্রথম ইন্ডিকেটর হচ্ছে দেশটির পারক্যাপটা ব্যন্ডউইথ কত ? তো চলুন তথ্যপ্রযুক্তিতে সর্বদা সবার পিছে পশ্চাদপদ বাংলাদেশ যে ২০০৬ সালে প্রথম সাবমেরিন ক্যবলে সংযুক্ত হয়ে তার অতীতের ক্ষতি কাটিয়ে না উঠে কি করছে ? যেখানে এর একমাত্র নীতিমালা হওয়া উচিত, কিভাবো আরও বেশি ব্যন্ডউইথ ব্যবহার করা যায়, সেই বাংলাদেশে ব্যান্ডউইথ নিয়ে কি করছে ? আজকাল মার্কেটে ১ জিবি কন্টেন্টের ভ্যাট সহ প্রায় ৪০০/- টাকায় বিক্রি হয় -গ্রামীনফোন

Monday, January 16, 2012

16 megapixel,,optical zoom camera সহ কোডাক এন্ড্রয়েড ফোন


ক্যামেরা নির্মাতা হিসেবেই কোডাক পরিচিত, স্মার্টফোন নির্মাতা হিসেবে না। বর্তমানে যখন ক্যামেরার থেকে স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন ? তারা এনেছে এন্ড্রয়েড স্মার্টফোন যেখানে ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল জুম সবই রয়েছে। কোডাক পোলারয়েড এসসি১৬৩০ এড্রয়েড এইচডি নামের এই স্মার্টফোন-ক্যামেরার দামও বেশ কম, ২৯৯ ডলার।
এটা দেখে প্রথমে ক্যামেরা বলেই মনে হবে। ১৬ মেগাপিক্সেল স্মার্টফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৩এক্স অপটিক্যাল জুম লেন্সের এপারচার এফ/৩.১ – এফ/৫.৬, আইএসও সর্বোচ্চ ৩২০০ এবং সাটার স্পিড সর্বোচ্চ ১/১৪০০। এরসাথে জিনন ফ্লাশ রয়েছে।
স্মার্টফোন হিসেবে রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম এবং ট্রাই ব্যান্ড থ্রিজি কানেকটিভিটি। এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.২ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। এর ব্যাটারী ১০২০ মিলিএস্পিয়ারআওয়ার। মেকানিক্যাল জুম এবং ফ্লাশ ব্যবহারের উপযোগি।

পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত

নেদারল্যান্ডসের আদালত সেদেশে দুটি আইএসপিকে ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুইডেনের এই ওয়েবসাইট বিনামুল্যে সফটঅয়্যার, গেম, ভিডিও, মিউজিক ইত্যাদি সরবরাহের জন্য বিশ্বখ্যাত। ২০১০ সালে সুইডেনের সরকার তাদের ৩ জনকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।
আদালতের নির্দিশে বলা হয়েছে তাদেরকে ১০ দিনের মধ্যে সাইটটি ব্যবহারে বাধা দিতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
এর আগে কপিরাইট আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। অবৈধ ফাইল আপলোড বা ডাউনলোড বন্ধ করা যায়নি। পাইরেট বে কোন ফাইল তাদের কম্পিউটারে রাখে না। লক্ষ লক্ষ ব্যবহারকারীর কম্পিউটারে থাকে এবং সেখান থেকেই একজনের ফাইল আরেকজন পায়। বিটটরেন্ট এর এই পদ্ধতির কারনে তাদের কাজে বাধা দেয়া যায় না।
সুইডেনের একটি আদালতও একটি আইএসপি বিপক্ষে একই ধরনের নির্দেশ দিয়েছে। অবশ্য এসব কারনে পাইরেট বে বন্ধ হচ্ছে একথা বলার সময় এখনো হয়নি।

A

আমেরিকার এক-তৃতিয়াংশ যুদ্ধবিমান চালকবিহীন


চালকবিহীন ড্রোন বিমানগুলি সামরিক বাহিনীর সাথে একটাই সম্পর্কযুক্ত যে দ্রুতহারে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমেরিকার মোট যুদ্ধবিমানের ৩০ শতাংশই চালকবিহীন। সংখ্যার হিসেবে ৭ হাজারের বেশি।
নতুন এক কংগ্রেস রিপোর্ট বলা হয়েছে বর্তমানে ড্রোন বিমানের সংখ্যা ৭,৪৯৪ টি, অন্যদিকে সাধারন বিমানের সংখ্যা ১০,৭৬৭ টি। মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে ৫,৩৪৬টি। এদের মধ্যে রয়েছে ৪ পাউন্ড ওজনের র‌্যাভেন থেকে শুরু করে বড় আকারের সিবলিং, প্রিডেটর, রিপার ইত্যাদি।
রিপোর্টে আরো বলা হয়েছে ড্রোনের দুর্ঘটনার হারও কমেছে। ২০০৫ সালের ১ লক্ষে ২০ থেকে বর্তমানে ৭.৫। অবশ্য ভাইরাসের আক্রমনের শিকারের ঘটনা ঘটেছে এই সময়ে। যেমন কিছুদিন আগে ইরানে একটি ড্রোন নামানো হয়েছিল হ্যাক করে।

Share