Sunday, February 13, 2011

৬ দিনের কম সময়ে ১৫ তলা হোটেল তৈরী


 গত অলিম্পিকের সময় কিংবা সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে স্থাপত্যবিদ্যায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। এবারে যা করেছে তা অবিশ্বাস্য। ১৫ তলার একটি হোটেল তৈরী করা হয়েছে ৬ দিনের কম সময়ে।
২০০ জন কর্মী কাজ করেছে এর তৈরীতে। এর কাঠামো জোড়া দেয়া হয়েছে ৪৬.৫ ঘন্টায়। বাইরের অন্যান্য কাজ এবং ভেতরের কাজগুলি করা হয়েছে ৯০ ঘন্টায়।
সাধারন ভবন তৈরীর ৬ ভাগের ১ ভাগ উপকরন ব্যবহার করা হয়েছে এতে। খরচ কমেছে ২০ ভাগ। এরপরও ৯.০ মাপের ভুমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে এই ভবনের। অন্যান্য ভবনের তুলনায় এতে বিদ্যুতশক্তি প্রয়োজন হবে ৫ ভাগের ১ ভাগ। এজন্য বিশেষ ধরনের জানালা, সৌর শক্তির ব্যবহার, বিশেষ ধরনের দেয়াল, এলইডি লাইট ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
চীনে এধরনের আরো ১৫টি ভবন তৈরীর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া সারা বিশ্বে তৈরী করা হবে আরো ৩০টি।
অবশ্য একথা ঠিক যে ৬ দিন বলে উল্লেখ করলেও মাটির নিচের কাজ রয়েছে যা হিসেবে আনা হয়নি। তারপরও, এটা বিস্ময়কর।
কত দ্রুত কিংবা কত কম খরচে তৈরী হয়েছে তা বিশ্ববাসীকে আকৃষ্ট করবে যতটা তারচেয়ে বেশি আকৃষ্ট করবে এর বিদ্যুত সাশ্রয়ী পরিকল্পনা এবং নির্মান সামগ্রীর অপচয় রোধ। ভবিষ্যতকে পরিবেশ বিপর্যয় থেকে বাচানোর জন্য এমন প্রযুক্তির প্রয়োজন


No comments:

Post a Comment

Share