Monday, December 27, 2010

NEW RING TONE :BALOBASER TANE KASE ANE
DOWNLOAD
NEW ADD VIDEO:BALOBASER TANE KASE ANE
DOWNLOAD

Tuesday, November 30, 2010

ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে

এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)
একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান এর পরিবর্তে দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন , ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন , content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে

Friday, November 26, 2010

পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন CD/DVDROM

আনেক সময় দেখা যায়, আপনি আপনার কম্পিউটার চালু রেখে হয়ত কোন কাজে বাহিরে গেছেন। এসে দেখছেন এরই মধ্যে আপনার রুমমেট আপনার কম্পিউটারে CD দিয়ে ছবি দেখা শুরু করল। আপনার একটা জরুরী কাজ ছিল কম্পিউটারে কিন্তু রুমমেট কে কিছু বলতে পারছেন না। শুধু মনে মনে খুব বিরক্তি বোধ করছেন। আপনি চাইছেন কেউ যেন আপনার কম্পিউটারের CDROM বা DVDROM অপনার অনুমতি ছাড়া ্যবহার করতে না পারে। এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? যদি চাঁদে যাওয়া সম্ভব হয়, তবে এটা আর এমন কি? একদম পাসওয়ার্ড মেরে লক করে রেখে যান আপনার কম্পিউটারের CDROM বা DVDROM

এজন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ১০০% ফ্রি। ডাউনলোড করুন নিছের লিংক থেকে।
http://feniradda.com/office/cdrom-lock-0-6-1-free-download
ডাউনলোড শেষে এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। চালু করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা সিডি আইকন। আইকনটিতে ক্লিক করুন। Bearbeiten -> Optionen -> Sprache তে গিয়ে English সিলেক্ট করে Apply দিন। Edit -> Preferences Password protection টিক চিহ্ন দিন। পাসওয়ার্ড লিখে থেকে OK -> Apply ক্লিক করুন। all CD/DVD drives টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন(Lock সিলেক্ট থাকতে হবে) এখন দেখুন তো আপনার CD/DVD ওপেন হয় কিনা? আর আনলক করতে চাইলে unlock সিলেক্ট করে OK দিন। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে OK দিন আনলক হয়ে যাবে

আপিন কি আপনার বাংলা জন্ম তারিখ জানেন?

আপিন কি আপনার বাংলা জন্ম তারিখ জানেন?
আপনি যদি আপনার বাংলা জন্ম তারিখ না জানেন তাহলে এখনি জেনে নিন। আর যদি বাংলা জন্মদিন জেনে থাকেন ইংরেজি জন্মদিন জানেন না তাহলেও জেনে নিন এখনি। সেজন্য আপনাকে .৪২ মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। http://www.ziddu.com/download/10163889/ … e.zip.html এই ঠিকানা থেকে Bangladesh date নামের সফটওয়্যারটি এখনি ডাউনলোড করে নিন

Share