Monday, January 16, 2012

Samsung বাডা এবং linux একসাথে করছে

 
স্যামসাং এর নিজস্ব মোবাইল অপারেটিং সিষ্টেম বাডা। ২০১০ সালে বাজারে আসা এই অপারেটিং সিষ্টেম মুলত তাদের কমদামি টাচস্ক্রিন ফোনে ব্যবহার করে। অন্যদিকে সম্প্রতি ইন্টেল এর সাথে যৌথভাবে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম টাইজেন তৈরী করেছে তারা। এই দুটিকে একসাথে করছে তারা।
স্যামসাং এর এন্ড্রয়েড এবং উইন্ডোজ দুই অপারেটিং সিষ্টেমের ডিভাইস আছে। তারসাথে নতুন কিছু করে বাজারে আরো আধিপত্য বিস্তার করা খুবই সম্ভব। তারা জানিয়েছে এবছরই এক বা একাধিক টাইজেন অপারেটিং সিষ্টেমের ফোন বাজারে আনবে।

No comments:

Post a Comment

Share