Monday, May 23, 2011

জেনে নিন কিছু বড় স্থাপত্যকর্ম


পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিসের ছবি।

Sunday, April 24, 2011

"" পহেলা বৈশাখ কি?



নতুন বছরের  শুভেচ্ছা রইল ।
পহেলা বৈশাখ সব্দগত ভাবে পহেলা + বৈশাখ দুটি আলাদা শব্দ থেকে নেয়া।
পহেলা উৎপত্তিগত ভাবে ফারসী শব্দ পয়লা থেকে পহেলা , আর্থ হচ্ছে প্রথম (ভারত বর্ষে একসময় ফারসী ভাষার প্রচলন ছিল। ভারতে এখনো পয়লা শব্দটি ব্যবহৃত হয় কিন্তু বাংলাদেশে বাংলা ভাষার অপভ্রংশ হয়ে পয়লা বৈশাখ কথাটি পহেলা হিসাবে চালু রয়েছে তবে এখনো পয়লা ও ব্যবহৃত হতে দেখা যায়) আর বৈশাখ শব্দ যাকিনা এসেছে বিশাখা নক্ষত্রে সূর্যের একটি অবস্থান কে বুঝান হয়েছে।
পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন,

Saturday, February 19, 2011

আমেরিকায় শতকরা ১০ জনের দ্রুতগতির ইন্টারনেট নেই



সরকারীভাবে জানানো হয়েছে আমেরিকায় শতকরা ১০ জন পর্যন্ত ব্যবহারকারীর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেই। ফলে তাদের ভাষায় সাধারন কাজ করতে পারেন না। এই কাজের মধ্যে রয়েছে অনলাইনে ভিডিও দেখা, টেলিকনফারেন্সিং ইত্যাদি। দুই তৃতিয়াংশ স্কুলে যে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে তা তাদের প্রয়োজনের তুলনায় ধীরগতির।

Thursday, February 17, 2011

টারগাস ব্র্যান্ডের তারবিহীন মাউস

 
কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে টারগাস ব্র্যান্ডের তারবিহীন অপটিক্যাল মাউস৷ এএমডাবি্লউ ৫০ইউএস মডেলের চমত্কার ব্লাক গ্রে কালারের সমন্বয়ে তৈরী এই মাউসটি যথেষ্ট পরিবেশবান্ধব৷ এটি ৮০০ ডিপিআই সম্বলিত হওয়ায় অনেক দ্রুত কাজ করে থাকে৷ এতে এম্বিডেক্সট্রস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মাউস দিয়ে দুহাতেই সমানভাবে কাজ করা যায়৷ এই তারবিহীন মাউস দিয়ে ৩৩ ফুট দূর থেকেও আপনার পিসি অপারেট করা সম্ভব৷

রিয়েল লাইফ ছবির অভিজ্ঞতা নিয়ে এমএসআই ব্র্যান্ডের এক্সপ্রেস কার্ড

 
এমএসআই ব্র্যান্ডের অত্যাধুনিক এন৪৫০জিটিএস সাইক্লোন মডেলের পিসিআই এক্সপ্রেস কার্ড বাজারে নিয়ে এল কম্পিউটার সোর্স লিমিটেড৷ এর ফিজিক্স এবং থ্রিডি এপিআই প্রযুক্তি সফটওয়্যারের সঠিক সমন্বয়ে উইন্ডোজে ত্রি-মাত্রিক ছবি উপস্থাপন করে, যা আপনাকে দিবে রিয়েল লাইফ ছবির অভিজ্ঞতা৷ প্রতি সেকেন্ড- ৮০০ মেগাহার্জ স্পীড গ্রাফিক্স, গেমিং কিংবা ভিডিও এনিমেশনের কাজে পিসিতে যোগ করবে দুর্দান্ত পারফর্মেন্স৷ এর আফটার বার্নিং ওভারক্লকিং প্রযুক্তি ভোল্টেজ ওঠা-নামার ঝুঁকি থেকে এক্সপ্রেস কার্ডটিকে নিরাপদ রাখে৷ এর ১২৮বিট মেমোরি ডিডিআর / ডিডিআর ্যাম সাপোর্ট করে৷

সাশ্রয়ী মূল্যে পারফেক্ট ব্র্যান্ডের ইউএসবি টিভি কার্ড



ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে কম্পিউটার সোর্স সাশ্রয়ী মূল্যে অফার করছে পারফেক্ট ব্রান্ডের ইউএসবি টিভি-কার্ড৷ এই কার্ড দিয়ে আপনার পছন্দের খেলাটি

অনায়েশেই রেকর্ড করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে৷ এই কার্ড দিয়ে এমপিইজি /, ভিসিডি এবং ডিভিডি ফরমেটে ভিডিও রেকর্ড করা যায়৷ এই টিভি কার্ডটির ১০বিট ভিডিও ডিকোডার নিশ্চিত করে সুস্পষ্ট ছবি৷ এছাড়াও এতে আছে পজ/প্লে অপশন, যা দিয়ে খেলা পজ করে আপনার পছন্দের খেলোয়ারের যে কোন মূহুর্তের ছবিও তুলে রাখতে পারবেন আপনার সংগ্রহে৷ টিভি-কার্ডটির মূল্য- ২১০০/- টাকা মাত্র৷
কম্পিউটার সোর্স প্রতিটি পারফেক্ট ইউএসবি টিভি কার্ডে দিচ্ছে ১বছরের বিক্রয়োত্তর সেবা৷
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭৩০-০০০২৭৯৷

এটিআই রেডিওন ১ জিবি গ্রাফিক্স কার্ড সম্পন্ন ডেল নোটবুক

 
গ্রাফিক্স মাল্টিমিডিয়ার উন্নতমানের কাজের জন্য চাই শক্তিশালী গ্রাফিক্স কার্ডযুক্ত পিসি৷ গিগাবাইট মেমোরি সম্পন্ন এটিআই রেডিওন কার্ড যুক্ত আরও উন্নতমানের ডেল ব্রান্ড-এর নোটবুক বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স৷ ইন্সপায়রন-১৫ আরএন ৫০১০ মডেলের এই নোটবুকটিতে আছে .৫৩ গিগাহার্জ গতিসম্পন্ন ইন্টেল কোর-আই প্রসেসর যা মেগাবাইট ক্যাশ মেমোরি সম্পন্ন৷

Tuesday, February 15, 2011

২৯৫০০ কোটি গিগাবাইট তথ্য সংরক্ষিত!


চলছে তথ্যের বিপ্লব। সেই বিপ্লবের বর হচ্ছে ডিজিটাল যুগে মানবসভ্যতার পদার্পণ। এ পর্যন্ত কত তথ্য সংরক্ষিত হয়েছে? একজন মানুষ কী পরিমাণ তথ্য তার স্মৃতিতে ধারণ করতে পারে? এ নিয়ে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা ২০ বছরেরও বেশি

Sunday, February 13, 2011

৬ দিনের কম সময়ে ১৫ তলা হোটেল তৈরী


 গত অলিম্পিকের সময় কিংবা সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে স্থাপত্যবিদ্যায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। এবারে যা করেছে তা অবিশ্বাস্য। ১৫ তলার একটি হোটেল তৈরী করা হয়েছে ৬ দিনের কম সময়ে।

Monday, February 7, 2011

একের ভিতরে সব(সিরিয়াল কী সহ)।বুঝে নিন আপনারটি,না নিলে মিস করবেন!


সবাইকে স্বাগতম।সবাই কেমন আছেন ,আশা করি ভাল আছেন।আমি অনেক দিন ধরে একটা ভাল কনভার্টর খুজছিলাম, যা দিয়ে অতি সহজে যেকোন ভিডিও অডিও ফাইলকে কনভার্ট করতে পারি কিন্ত যা পেলাম তা দিয়ে সব কিছু ভাল ভাবে কনভার্ট করা যাই না,আবার দেখা যায় ভিডিও কনভার্ট এর জন্য একটা  কনভার্টর অডিও র জন্য আরেক টা।

Saturday, February 5, 2011

৯টি Messenger সব সুবিধা একসাথে একটি Messenger ।


            
আজকে আমি আপনাদের একটা পুরাতন নিউজ কে নতুন ভাবে তুলে ধরবো।তা হল NIMBUZZ ।যার সাথে মোবাইল নেট ব্যবহারকারী অনেক পরিচিত।এটা হল পুরাতন সংবাদ,
আর নুতন সংবাদ হল Nimbuzz  এখন আপনার desktop এ ।কি অবাক লাগছে!?অবাক হয়ার কিছুই নাই।

Facebook আর yahoo এক সাথে


Yahoo আর facebook  এতে আকাউন্ট নাই এমন মানু পাওয়া যাবে না।প্রতিদিন আমার facebook  আর yahoo  তে অনলাইন থাকি।ইয়াহু তে অনলাইন থাকার জন্য yahoo messenger  থাকালেও facebook  এর জন্য নাই।

Friday, February 4, 2011

স্যামসাং আই৯০০৩/গ্যালাক্সি এসএল এর আনুষ্ঠানিক ঘোষনা



গুজব থেকে আনুষ্ঠানিক ঘোষনায় পৌছেছে স্যামসাং এর নতুন মোবাইল হ্যান্ডসেট। একে আই৯০০৩ বলতে পারেন অথবা গ্যালাক্সি এসএল বলতে পারেন, এতে রয়েছে সুপার ক্লিয়ার ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। আর শুধু ডিসপ্লেতেই পরিবর্তন থেমে নেই, ভেতরেও রয়েছে।
এতে ইনষ্টল করা অবস্থায় রয়েছে এন্ড্রয়েড ফ্রোয়ো ২.২। 

এছাড়া আই৯০০০ এর হামিংবার্ডের পরিবর্তে ১ গিগাহার্টজ টিআই প্রসেসর। ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট। এর কোন ৮ গিগাবাইট ভার্শন থাকবে না।
আই৯০০০ থেকে এটা কিছুটা লম্বা এবং পুরুত্ব কিছুটা বেশি। সেইসাথে ব্যাটারীর আকারও বড়। এতে ২জি মোডে ১৫ ঘন্টা, থ্রিজি মোডে ৭.৫ ঘন্টা এবং ৬১০ ঘন্টার ষ্ট্যান্ডবাই পাওয়া যাবে।
আপাতত এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাইটে এটা দেখানো হয়েছে। এ সম্পর্কে কোন বক্তব্য দেয়া হয়নি।
তবে একে গ্যালাক্সি এস এর পরবর্তী মডেল বলে ভুল করবেন না। তার ঘোষনা দেয়ার কথা ১৩ ফেব্রুয়ারী তারিখে।

Monday, January 31, 2011

আসছে কৃত্রিম জ্বালানি



আপনার আমার সামনে দিয়ে সাঁ সাঁ ছুটছে গাড়ি তা থেকে কোন কার্বন ডাই অঙাইড বা পরিবেশ ড়্গতিকারক কোন পদার্থ নির্গত হচ্ছে না এমনটি হলে কতই না মজা হতোআমাদের স্বপ্নকে বাসত্মবে রূপ দিতে চান বৃটিশ বিজ্ঞানীরা তারা এমন এক ধরনের জ্বালানি আবিষ্কার করেছেন যা গাড়িতে ব্যবহার করলে কোন কার্বন জাতীয় পদার্থ ৎপাদন করবে না ৎপাদন হবে না কোন গ্রিণহাউজ গ্যাসও আর দামও হবে একেবারে সসত্মা বিজ্ঞানীরা বলছেন, ওই জ্বালানির প্রতি গ্যালনের দাম হবে মাত্র ৯০ পেন্সজ্বালানি সংকটে বিশ্ব যখন উদ্বিগ্ন তখন এই খবরে আশাবাদী হয়ে উঠতে পারি আমরা এই জ্বালানি হবে কৃত্রিম ৎপাদন করা হবে হাইড্রোজেন ব্যবহার করে বৃটিশ বিজ্ঞানীরা ৎপাদন করেছেন এমন কৃত্রিম পেট্রোল! তা হবে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, সমান কার্যকর পেট্রোল বাজারে আসতে সময় লাগবে আরও - বছর দাম পড়বে লিটারপ্রতি ১৯ পেনি, গ্যালনের মূল্য পড়বে দেড় ডলার তাক লাগানো আবিস্কারের খবর দিয়েছে দ্য ডেইলি মেইল মেলা এনার্জি নামের একটি প্রতিষ্ঠান প্রকল্প হাতে নেয়গবেষণা করেন প্রফেসর স্টিফেন বেনিংটনের নেতৃত্বে একদল বিজ্ঞানী মেলার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ভলার জানান, কৃত্রিম পেট্রোলের মূলে থাকছে হাইড্রোজেন কার্বন নয় ফলে পেট্রোল পরিবেশ দূষণ ঘটাবে না আগামী বছর রাসত্মায় এর কার্যকারিতা পরীড়্গা করা হবে প্রফেসর বেনিংটন বলেন, হাইড্রোজেন ভালো জ্বালানি সাধারণ পেট্রোলের চেয়ে তা গুণ বেশি কার্যকর এটি যখন পুড়ে তখন শুধু পানিই নিঃসরণ করে বিষয়ে গবেষণা করেছেন অঙফোর্ডের কাছের রাদারফোর্ড অ্যাপলটন ল্যাবরেটরি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং অঙফোর্ড ইউনিভার্সিটি সেখানকার বিজ্ঞানীরা হাইড্রোজেনের ুদ্র গুটিকা ঘনীভূত করেছেন, যা তরল পদার্থের মতো কোন পাত্রে ঢালা যাবে বা পাম্প করা যাবে তবে সতর্কবাণী উচ্চারণ করেছেন এডমুন্ড কিং তিনি বলেছেন, যেহেতু এই জ্বালানি হাইড্রোজেন থেকে তৈরি করা হচ্ছে তাই এর দাম আপাতত সসত্মা হলেও পরে দাম বেড়ে যাবার সম্ভাবনা থাকে প্রকৃতিতে যে পরিমাণ হাইড্রোজেন আছে তাতে প্রাকৃতিক ভারসাম্য রড়্গা হচ্ছে যদি ওই হাইড্রোজেন প্রকৃতি থেকে নেয়া হয়- সেই ভারসাম্য নষ্ট হওয়ার আশংকা থাকে এমনটা হলে সরকারগুলো তা নিয়ে সোচ্চার হয়ে উঠতে পারে


Share