Monday, January 16, 2012

16 megapixel,,optical zoom camera সহ কোডাক এন্ড্রয়েড ফোন


ক্যামেরা নির্মাতা হিসেবেই কোডাক পরিচিত, স্মার্টফোন নির্মাতা হিসেবে না। বর্তমানে যখন ক্যামেরার থেকে স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন ? তারা এনেছে এন্ড্রয়েড স্মার্টফোন যেখানে ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল জুম সবই রয়েছে। কোডাক পোলারয়েড এসসি১৬৩০ এড্রয়েড এইচডি নামের এই স্মার্টফোন-ক্যামেরার দামও বেশ কম, ২৯৯ ডলার।
এটা দেখে প্রথমে ক্যামেরা বলেই মনে হবে। ১৬ মেগাপিক্সেল স্মার্টফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৩এক্স অপটিক্যাল জুম লেন্সের এপারচার এফ/৩.১ – এফ/৫.৬, আইএসও সর্বোচ্চ ৩২০০ এবং সাটার স্পিড সর্বোচ্চ ১/১৪০০। এরসাথে জিনন ফ্লাশ রয়েছে।
স্মার্টফোন হিসেবে রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম এবং ট্রাই ব্যান্ড থ্রিজি কানেকটিভিটি। এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.২ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। এর ব্যাটারী ১০২০ মিলিএস্পিয়ারআওয়ার। মেকানিক্যাল জুম এবং ফ্লাশ ব্যবহারের উপযোগি।

No comments:

Post a Comment

Share