Monday, March 2, 2015

পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ১০ টি মুভি! [world big budget Movie]

avengers

১০ নাম্বারে রয়েছে Marvel এর সুপারহিরো মুভি  The Avengers. এই মুভির বাজেট হচ্ছে ২২০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় মুভির বাজেট হচ্ছে ১৭১৩ কোটি টাকা।

 ______________________________________________________________________


5

নাম্বারে মোট ৫টি মুভি রয়েছে! মুভিগুলো হচ্ছে ১. The Chronicles of Narnia: Prince Caspian, ২. The Lone Ranger, ৩. Pirates of the Caribbean: Dead Man’s Chest, ৪. Man of Steel, ৫. The Hobbit: The Desolation of Smaug. এই ৫টি মুভির প্রত্যেকটার বাজেট হচ্ছে ২২৫ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতিটা মুভির বাজেট হচ্ছে ১৭৫২ কোটি টাকা।

  __________________________________________________________________________________________________

tdkr

৮ নাম্বারে রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পরিচালক  Christopher Nolan পরিচালিত  The Dark Knight Rises. এই মুভির বাজেট হচ্ছে ২৩০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ১৭৯১ কোটি টাকা।

   ________________________________________________________________________________________________

avatar


৭ নাম্বারে রয়েছে বিখ্যাত পরিচালক  James Cameron এর মুভি Avatar. মুভিটির বাজেট হচ্ছে ২৩৭ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ১৮৪৫ কোটি টাকা।

  ______________________________________________________________________

2

৬ নাম্বারে মোট ২টি মুভি রয়েছে। মুভি ২টি হচ্ছে ১. Harry Potter and the Half-Blood Prince, ২, The Hobbit: The Battle of the Five Armies. ২টি মুভির বাজেট হচ্ছে ২৫০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় মুভি দুটির বাজেট হচ্ছে ১৯৪৭ কোটি টাকা।

  ______________________________________________________________________

spiderman 3

নাম্বারে রয়েছে  Spider-Man সিরিজের ৩য় মুভি  Spider-Man 3. পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই সুপারহিরো মুভিটির বাজেট হচ্ছে ২৫৮  মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ২০০৯ কোটি টাকা।

  ______________________________________________________________________

tangled


নাম্বারে রয়েছে ডিজনির এ্যানিমেশন  Tangled.  পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই এ্যানিমেশনটির বাজেট হচ্ছে ২৬০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায়  এ্যানিমেশনটির বাজেট হচ্ছে ২০২৪ কোটি টাকা।

   ______________________________________________________________________

John_Carter


নাম্বারে রয়েছে ডিজনির মুভি  John Carterমুভিটির বাজেট হচ্ছে ২৬৩.৭ মিলিয়ন  আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ২০৫৩ কোটি টাকা।

   ______________________________________________________________________

at worlds end


নাম্বারে রয়েছে আরো একটি ডিজনি মুভি Pirates of the Caribbean: At World’s Endমুভিটির বাজেট হচ্ছে ৩০০ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ২৩৩৬ কোটি টাকা।

   ______________________________________________________________________

on stranger tides


নাম্বারে রয়েছে আরো একটি ডিজনি মুভি Pirates of the Caribbean: On Stranger Tidesমুভিটির বাজেট হচ্ছে ৩৭৮.৫ মিলিয়ন আমেরিকান ডলার। বাংলাদেশি মুদ্রায় এই মুভির বাজেট হচ্ছে ২৯৪৭ কোটি টাকা।

No comments:

Post a Comment

Share